![]() |
জব্দকৃত সাড়ে ৪৬ কেজি গাঁজা। |
সাড়ে ৪৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে র্যাব জানায়, গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার ডেমরা থানাধীন বামৈলস্থ একটি বাড়িতে অভিযান চালায় র্যাব-১০। সেখান থেকে ৩৮ বছর বয়সী শিল্পী আক্তারকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্পী আক্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।